
এম আজিজ সিকদার
মহেশখালী উপজেলা প্রশাসন ও পৌরসভার যৌথ উদ্যোগে গোরকঘাটা বাজারে আধুনিক সিসিটিভি ক্যামেরা কন্ট্রোল রুমের উদ্বোধন হয়েছে। এ উদ্যোগের মাধ্যমে বাজার এলাকার সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থাপনা আরও শক্তিশালী হবে বলে আশা করছেন স্থানীয়রা।
মঙ্গলবার ( ১১ নভেম্বর) বিকালে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ হেদায়েত উল্লাহ এ সময় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, ব্যবসায়ী, সমাজকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, “জনগণের সহযোগিতায় নিরাপদ ও সুশৃঙ্খল মহেশখালী গড়ে তোলাই আমাদের লক্ষ্য। সিসিটিভি কন্ট্রোল রুম চালুর মাধ্যমে বাজার এলাকায় যেকোনো অপরাধ বা অনিয়ম এখনই শনাক্ত করা সম্ভব হবে।”
তিনি আরো বলেন, “বাজারের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিয়মিত মনিটরিং টিম গঠন করেছি। প্রশাসনের সঙ্গে সমন্বয় করে এই ব্যবস্থা আরও সম্প্রসারিত হবে।”
স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরা জানান, গোরকঘাটা বাজারে দীর্ঘদিন ধরেই নিরাপত্তাজনিত সমস্যা ছিল। সিসিটিভি কন্ট্রোল রুম চালুর ফলে এখন বাজারে চুরি-ছিনতাই, ভাঙচুরসহ নানা অপরাধ অনেকাংশে কমে আসবে বলে আশা করছেন তারা।
মহেশখালী উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, পর্যায়ক্রমে উপজেলার অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে সিসিটিভি ক্যামেরা স্থাপনের পরিকল্পনাও রয়েছে।


