
বিশেষ প্রতিনিধি
কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ি ইউনিয়নের দক্ষিণ রাজঘাট এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে শামসুল আলম (৬০) নামে এক কৃষককে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। সোমবার (৮ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৮টার দিকে এ ঘটনা ঘটে। নিহত শামসুল আলম ওই এলাকার মৃত আহমেদ মিয়ার ছেলে।
ঘটনার পর স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে মাতারবাড়ি জেনারেল হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক ডা. রিদয় সরকার শামসুল আলমকে মৃত ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শী নুরশাদুল ইসলামসহ স্থানীয়রা জানান, পুতুবর বাড়ির দিক থেকে হঠাৎ কান্নার শব্দ শুনে তারা ছুটে গিয়ে শামসুল আলমকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। তার একটি পা দেহ থেকে বিচ্ছিন্ন ছিল।
নিহতের ভাই নুরুল ইসলাম অভিযোগ করে বলেন, “আমার চাচাতো ভাই ইয়াকুব আলী, আব্দুল গণি, ইয়াকুব নবীসহ আরও কয়েকজন জমি নিয়ে তর্কের জেরে শামসুল আলমকে পা কেটে ও কুপিয়ে হত্যা করেছে। আমরা হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও সুষ্ঠু বিচার দাবি করছি।”
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক বলেন, “ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।”


