সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫, ১২:২৬ পূর্বাহ্ন [gtranslate]
Headline
মহেশখালীতে বেটারি চুরির ঘটনায় নিরীহ ড্রাইভারকে রাতভর নির্যাতন
/ ২০০ Time View
Update : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ৮:০৯ অপরাহ্ণ

মূল অভিযুক্ত পলাতক, যুবলীগ সমর্থক গ্রেজ মালিক কাজলের বিরুদ্ধে অভিযোগ

মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের পূর্ব জামালপাড়া এলাকায় টমটম ড্রাইভার মোহাম্মদ রাশেদ (৩৫), পিতা জলিল বকসুকে রাতভর অমানবিক নির্যাতনের অভিযোগ উঠেছে স্থানীয় টমটম গ্রেজ মালিক কাজল (পিতা: আমিন মাস্টার)-এর বিরুদ্ধে।

স্থানীয়রা জানান, গত বৃহস্পতিবার বেটারি চোর হিসেবে পরিচিত আব্দু শুক্কুরের বাড়ি থেকে চুরি হওয়া বেটারি উদ্ধার হলেও তাকে আটক করা হয়নি। অথচ প্রকৃত অভিযুক্ত পালিয়ে বেড়ালেও নিরীহ ড্রাইভার রাশেদকে সন্দেহভাজন হিসেবে টার্গেট করেন গ্রেজ মালিক কাজল।

শনিবার (২৭ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে হোয়ানার পূর্ব জামালপাড়া এলাকায় রাশেদকে তার গাড়ি থেকে নামিয়ে নিয়ে যায় কাজল ও তার সহযোগীরা। এর আগে বিষয়টি সামাজিকভাবে শালিসে মীমাংসা করে স্ট্যাম্পে সই নেওয়া হয়েছিল। কিন্তু সেই মীমাংসাকে অগ্রাহ্য করে রাতভর রাশেদকে মারধর করা হয় বলে অভিযোগ রয়েছে।

অভিযুক্ত কাজল স্থানীয়ভাবে যুবলীগ সমর্থক হিসেবে পরিচিত। তার প্রভাব-প্রতিপত্তির কারণেই মূল আসামি চোর আব্দু শুক্কুরের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন এলাকাবাসী।

গুরুতর আহত অবস্থায় ড্রাইভার রাশেদকে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক।

এ বিষয়ে অত্র ওয়ার্ডের মেম্বার সেলিম বলেন, “ঘটনার বিষয়ে আমি শুনেছি। তবে এখনও কোনো পক্ষ লিখিতভাবে আমার কাছে অভিযোগ আনেনি।”

স্থানীয় সচেতন মহল বলছেন, এই ঘটনা শুধু একজন ড্রাইভারের উপর অন্যায় নির্যাতন নয়; বরং এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির একটি স্পষ্ট প্রমাণ। প্রকৃত অপরাধীকে না ধরে নিরপরাধ মানুষের উপর এ ধরনের নির্যাতন কোনভাবেই গ্রহণযোগ্য নয়।

 

 

 

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page