
শহিদ বুদ্ধিজীবী দিবস ২০২৫ পালন উপলক্ষে আজ রবিবার মহেশখালী উপজেলা হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইমরান মাহমুদ ডালিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আবু জাফর মজুমদার।
এসময় আরও উপস্থিত ছিলেন মহেশখালী থানার প্রতিনিধি, কোস্ট গার্ড, আনসার,ছাত্র প্রতিনিধিরা এবং স্থানীয় সাংবাদিকবৃন্দ।
সভায় ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের চূড়ান্ত পর্যায়ে দেশের শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের নির্মম হত্যাকাণ্ডের স্মৃতিস্মরণ করে তাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। বক্তারা শহিদ বুদ্ধিজীবীদের ত্যাগের কথা স্মরণ করে নতুন প্রজন্মকে দেশপ্রেম ও সৎ নাগরিক হিসেবে গড়ে উঠার আহ্বান জানান।
দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচকরা বলেন, বুদ্ধিজীবী হত্যার মাধ্যমে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসররা বাংলাদেশকে মেধা ও জ্ঞানে পঙ্গু করে দিতে চেয়েছিল। কিন্তু তাদের সেই ষড়যন্ত্র ব্যর্থ হয় এবং বাংলাদেশ আজ উন্নয়ন ও অগ্রগতির পথে এগিয়ে চলেছে।
সভায় সকল শহিদ বুদ্ধিজীবী ও মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।


