সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫, ১২:২৯ পূর্বাহ্ন [gtranslate]
Headline
মহেশখালীতে সংবাদকর্মীদের আয়োজনে জমজমাট ফুটবল ম্যাচ, কোহেলিয়ার জয়
/ ৬৫ Time View
Update : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫, ৯:৫২ পূর্বাহ্ণ

মহেশখালীতে কর্মরত সংবাদকর্মীদের উদ্যোগে অনুষ্ঠিত এক জমজমাট প্রীতি ফুটবল ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী সোনাদিয়া ফুটবল দলকে ২–১ গোলে পরাজিত করে বিজয় অর্জন করেছে কোহেলিয়া ফুটবল দল।

২১ ডিসেম্বর (রবিবার) বিকাল ৫টায় সাহাব উদ্দিন টার্ফ এন্ড রেস্টুরেন্ট মাঠে অনুষ্ঠিত ম্যাচটি শুরু থেকেই ছিল উত্তেজনাপূর্ণ ও উপভোগ্য। মাঠজুড়ে দর্শকদের করতালি, উচ্ছ্বাস ও শ্লোগানে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।

ম্যাচের প্রথমার্ধ থেকেই কোহেলিয়া দল আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে। ধারাবাহিক আক্রমণের ফলশ্রুতিতে সিসিএনের ওয়াজেদুল হক মণি পরপর দুটি দর্শনীয় গোল করে দলকে এগিয়ে নেন। তার দুর্দান্ত নৈপুণ্য, নিখুঁত বল নিয়ন্ত্রণ ও মাঠজুড়ে দাপুটে উপস্থিতির কারণে তাকে ম্যাচ সেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত করা হয়।

দ্বিতীয়ার্ধে সোনাদিয়া ফুটবল দল ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে। একপর্যায়ে দলের অধিনায়ক সাংবাদিক এম বশির উল্লাহ একটি গোল করে ব্যবধান কমিয়ে ২–১ করেন। তবে শেষ পর্যন্ত আর সমতা ফেরাতে না পারায় জয় নিয়ে মাঠ ছাড়ে কোহেলিয়া দল।

খেলা শেষে আয়োজক সংবাদকর্মীরা বলেন,
“ব্যস্ত পেশাগত জীবনের বাইরে সাংবাদিকদের মধ্যে সৌহার্দ্য, ভ্রাতৃত্ব ও মানসিক প্রশান্তি বজায় রাখতেই এ ধরনের খেলাধুলার আয়োজন করা হয়েছে। খেলাধুলা আমাদের ঐক্যবদ্ধ করে।

সাংবাদিক এম বশির উল্লাহ বলেন,সংবাদকর্মীরা প্রতিদিন মানুষের কথা তুলে ধরেন। আজ মাঠে নেমে নিজেরাও আনন্দ ভাগাভাগি করেছেন। এই আয়োজন সাংবাদিক সমাজে ইতিবাচক বার্তা দেবে।

সাংবাদিক শেখ আব্দুল্লাহ বলেন,এই ম্যাচ শুধু একটি প্রতিযোগিতা নয়, এটি বন্ধন ও সম্প্রীতির প্রতীক। ভবিষ্যতে মহেশখালীতে কর্মরত সকল সংবাদকর্মীদের নিয়ে নিয়মিত ক্রীড়া আয়োজন করার পরিকল্পনা রয়েছে।

ম্যাচটি উপভোগ করতে মাঠে উপস্থিত ছিলেন বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিক, স্থানীয় ক্রীড়াপ্রেমী ও বিপুলসংখ্যক দর্শক। খেলা শেষে জয়ী কোহেলিয়া ফুটবল দলকে অভিনন্দন জানানো হয় এবং অংশগ্রহণকারী সোনাদিয়া দলকেও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

এই প্রীতি ম্যাচ মহেশখালীর ক্রীড়া অঙ্গনে যেমন আনন্দ ছড়িয়েছে, তেমনি সংবাদকর্মীদের পারস্পরিক সম্পর্ক, ঐক্য ও ভ্রাতৃত্ববোধকে আরও দৃঢ় করেছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page