মহেশখালীতে সড়ক যানবাহনের লাইসেন্স ও ফিটনেস যাচাই অভিযান

মহেশখালী প্রতিনিধি
মহেশখালীর বড় মহেশখালী টেকনিক্যাল কলেজ সংলগ্ন (গোরকঘাটা-জনতা বাজার) এলাকায় বাংলাদেশ নৌবাহিনীর সহযোগিতায় ২৭ অক্টোবর (সোমবার) সড়কে চলাচলকারী মোটরসাইকেল, সিএনজি, অটোরিকশা ও ট্রাকের লাইসেন্স এবং ফিটনেস সনদ যাচাই এবং মোবাইল কোর্ট পরিচালনা করেন জনাব মো: আবু জাফর মজুমদার, সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, মহেশখালী।
এ সময় সড়ক পরিবহন আইন, ২০১৮ এর ৬৬ ধারায় ৩টি মামলায় মোট ২,০০০/- (দুই হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে মোটরসাইকেল চালকদের হেলমেট ব্যবহার নিশ্চিত করার জন্য সতর্ক করা হয়। এছাড়া অপ্রাপ্তবয়স্করা যেন অটোরিকশা চালাতে না পারে, সে বিষয়ে জনসচেতনতা সৃষ্টি করা হয়।
মো: আবু জাফর মজুমদার বলেন, “আমাদের লক্ষ্য হলো সড়কে চলাচলকারীদের সচেতন করে দুর্ঘটনা ও অনিয়ম কমানো। নিয়মিত হেলমেট ব্যবহার, লাইসেন্স ও ফিটনেস যাচাই সড়ক নিরাপত্তা নিশ্চিত করার জন্য অত্যন্ত জরুরি। এছাড়া অপ্রাপ্তবয়স্কদের অটোরিকশা চালানো থেকে বিরত রাখা সমাজের জন্য গুরুত্বপূর্ণ।”
সড়ক পরিবহন আইন, ২০১৮ এর ৬৬ ধারায় ৩টি মামলা ও অর্থদণ্ড প্রদান।মোটরসাইকেল চালকদের হেলমেট ব্যবহার নিশ্চিত করা।অপ্রাপ্তবয়স্কদের অটোরিকশা চালানো থেকে বিরত রাখার বিষয়টি সচেতন করা।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
More News Of This Category


