
এম.এ.কে.রানা::
হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ মহেশখালী উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত হিফজুল কুরআন প্রতিযোগিতায় জেলা পর্যায়ে অংশ গ্রহণের জন্য ইয়েস কার্ড পেয়েছে মাতারবাড়ি শাহ্ মাহমুদিয়া হিফযখানা ও এতিমখানার ৩ জন হাফেজে কুরআন।
প্রতিযোগিতায় মাতারবাড়ি শাহ্ মাহমুদিয়া হিফযখানা ও এতিমখানা থেকে ০৫ পারা গ্রুপে অংশগ্রহণ করে ২য় স্থান অর্জন করেছে হাফেজ মোহাম্মদ রাফি, ১০ পারা গ্রুপ থেকে অংশগ্রহণ করে ৬ষ্ঠ স্থান অর্জন করেছে জায়েদ হোছাইন ও ২০ পারা গ্রুপ থেকে অংশগ্রহণ করে ৪র্থ স্থান অর্জন করেছে হুবাইবুল ইসলাম হুবাইব।
২৮ অক্টোবর (মঙ্গলবার) সকালে মহেশখালীতে অনুষ্ঠিত ৫, ১০ ও ২০ পারা গ্রুপে প্রতিযোগিতায় তারা অংশগ্রহণ করে।
মাতারবাড়ি শাহ্ মাহমুদিয়া হিফযখানা ও এতিমখানা থেকে ১০ জন শিক্ষার্থী উক্ত প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেন। তারমধ্যে ৩ জন শিক্ষার্থী ইয়েস কার্ড পেয়েছেন। তাঁরা জেলা পর্যায়ে অংশ নিবেন। প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানের মাধ্যমে তাদেরকে সনদ, ক্রেস্ট ও পুরস্কার প্রদান করা হয়।


