
প্রেস বিজ্ঞপ্তি
মহেশখালীর মাতারবাড়ীতে উপজেলা শ্রমিক দলের সহ-সভাপতি ও মাতারবাড়ী ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি আব্দুল্লাহ আল মামুনের ওপর অমানবিক নির্যাতন এবং মিথ্যা মামলার প্রতিবাদে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
৩ অক্টোবর (শুক্রবার) বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল মাতারবাড়ী ইউনিয়ন শাখার আয়োজনে স্থানীয় একটি সিএনজি স্টেশন চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা আব্দুল্লাহ আল মামুনের নিঃশর্ত মুক্তি ও দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাতারবাড়ী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ফিরোজ আহমদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক আমজাদ হোসেন, নুরুজ্জামান সিকদার, মোহাম্মদ আলী মেম্বার, মো. ইসমাঈল হোসেন এম.এ, রিদুয়ানুল হক লেদু, ইউনিয়ন বিএনপির সদস্য মাওলানা মির কাসিম আলী, যুবদল নেতা রফিক উদ্দিন মানিক, মোস্তফা কামাল (সিনিয়র সহ-সভাপতি উপজেলা শ্রমিক দল), শফিউল আলম, স্বেচ্ছাসেবক দলের মাতারবাড়ী আহ্বায়ক নাজিম উদ্দিন, যুবদলের সাংগঠনিক সম্পাদক মাহাবুবুল করিম, ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. আরমান উল্লাহ, মৎস্যজীবি দলের সদস্য সচিব নেছারুল ইসলাম, ইউনিয়ন শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মো. পারভেজ, ছাত্রদল নেতা কাইছারুল ইসলাম কায়েস ও সাজেদুল ইসলাম তোফাইল। অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মো. নেচার উদ্দিন।
বক্তারা অভিযোগ করে বলেন, দলের মধ্যে কিছু সুবিধাবাদী ব্যক্তি ব্যক্তিগত স্বার্থে ত্যাগী নেতাকর্মীদের ওপর মামলা চাপিয়ে দিয়ে ফায়দা লুটছে। বিগত ১৫ বছরে যারা কোনো আন্দোলন, মিছিল বা সভা করতে পারেনি, তারাই এখন দলীয় পদে বসে তৃণমূলকে দূরে ঠেলে দিয়েছে। পরীক্ষিত নেতাকর্মীরা জেল-জুলুম ও নির্যাতনের শিকার হলেও এসব ব্যক্তি আরামে বসবাস করছে। এর ফলে মাতারবাড়ীতে বিএনপির তৃণমূল কার্যত ভেঙে পড়েছে।
বক্তারা অবিলম্বে জনপ্রিয় শ্রমিক নেতা আব্দুল্লাহ আল মামুনসহ অন্য নেতাকর্মীদের নামে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবি জানান। মানববন্ধনে জাতীয়তাবাদী মহিলা দলের কর্মীরাও ফেস্টুন হাতে অংশ নেন।


