সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫, ০১:৫৪ পূর্বাহ্ন [gtranslate]
Headline
১০ বছর বয়সেই পবিত্র কোরআনের হাফেজ হলো সাংবাদিক এম বশির উল্লাহর পুত্র রাকিব হোসেন
/ ৩২৫ Time View
Update : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫, ৯:০৮ অপরাহ্ণ
Oplus_16908288

মহেশখালী প্রতিনিধি

মহেশখালীর উত্তর ঘোনা পাড়ার কৃতী সন্তান রাকিব হোসেন মাত্র ১০ বছর বয়সে পবিত্র কোরআনুল কারীমের ৩০ পারা হেফজ সম্পন্ন করেছে। রাকিব হোসেন সাংবাদিক এম বশির উল্লাহ ও গৃহিণী নাজমা খানম এর দ্বিতীয় সন্তান।

রাকিব হোসেন জামিয়া আরবিয়া ইসলামি গোরকঘাটা মাদ্রাসার হেফজ বিভাগ থেকে এই হেফজ সম্পন্ন করেছে। দুই বছরের কঠোর সাধনা ও নিয়মিত অনুশীলনের মাধ্যমে সে এই মহৎ অর্জন করতে সক্ষম হয়েছে।

রাকিবের বাবা সাংবাদিক এম বশির উল্লাহ বলেন, “আমার সারা জীবনের স্বপ্ন আজ মহান রাব্বুল আলামীন পূর্ণ করেছেন। আমার সন্তান মাত্র ১০ বছর বয়সে পবিত্র কোরআন হেফজ সম্পন্ন করেছে। এ জন্য আমি মহান আল্লাহর কাছে কৃতজ্ঞ। একই সঙ্গে হেফজের শিক্ষাগুরু ও সংশ্লিষ্ট সকলের প্রতি আমার চিরকৃতজ্ঞতা রইল।”

রাকিবের শিক্ষকরা জানান, “রাকিব অল্প বয়সে অসাধারণ ধৈর্য, মনোযোগ ও নিয়মিত অনুশীলনের মাধ্যমে এই অর্জন করেছে। তার এই চেষ্টা ও নিষ্ঠা অন্যান্য শিক্ষার্থীদের জন্য এক অনুপ্রেরণা।”

স্থানীয়রা বলেন, এত কম বয়সে কোরআন হেফজ করা নিঃসন্দেহে সমাজ ও যুব সমাজের জন্য গর্বের বিষয়। এলাকার আলেম ও শিক্ষাবিদরাও তার সাফল্যের জন্য তাকে অভিনন্দন জানিয়েছেন।

এম বশির উল্লাহ আরও বলেন, “আল্লাহ তাআলা যেন আমার সন্তানের ইলম কবুল করেন এবং দ্বীনের খেদমতে তাকে নিয়োজিত রাখেন। আমরা তার জন্য দোয়া চাই।”

রাকিব হোসেনের এই সাফল্য কেবল পারিবারিক গৌরবই বৃদ্ধি করেনি, বরং মহেশখালীতে ইসলামী শিক্ষা ও নৈতিকতার আলোকে যুব সমাজের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page