সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫, ০১:৫১ পূর্বাহ্ন [gtranslate]
Headline
বার্মা নীতি’ নিয়ে ওয়াশিংটনে অনুষ্ঠিতব্য সম্মেলনে আমন্ত্রণ পেলেন সুজা
/ ৭৩ Time View
Update : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ৬:৪৫ অপরাহ্ণ

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ও চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এ এস এম সুজা উদ্দিন’কে যুক্তরাষ্ট্রের ‘বার্মা নীতি’ নিয়ে দেশটির রাজধানী ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিতব্য একটি সম্মেলনের বক্তা হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে।

বার্মা রিসার্চ ইনস্টিটিউট (বিআরআই) এর আয়োজনে এই সম্মেলনের আলোচ্য বিষয় নির্ধারণ করা হয়েছে ‘ যুক্তরাষ্ট্রের বার্মা নীতি : সুযোগ ও চ্যালেঞ্জ।’

সামরিক জান্তা নিয়ন্ত্রিত স্টেট সিকিউরিটি অ্যান্ড পিস কমিশনের মাধ্যমে মায়ানমারে অস্থিতিশীলতা, ক্রমবর্ধমান সহিংসতা, ব্যাপক বাস্তুচ্যুতি ও মানবিক সংকটের অবনতির পরও আসন্ন ২৮ ডিসেম্বরের নির্বাচনকে কেন্দ্র করে এই সম্মেলনে আলোচনায় অংশ নিবেন বিশ্বের বিভিন্ন দেশ থেকে আমন্ত্রিত বক্তারা।

সম্মেলনের প্যানেলিস্টরা বার্মার সর্বশেষ পরিস্থিতি নিয়ে আপডেট দেবেন, যুক্তরাষ্ট্রের বার্মা নীতি বিশ্লেষণ করবেন এবং প্রশাসন ও কংগ্রেসের জন্য সুপারিশ উপস্থাপন করবেন বলে জানিয়েছে বিআরআই।

এ এস এম সুজা উদ্দিন দীর্ঘদিন ধরে রোহিঙ্গা সংকট, আসাম এনআরসি এবং আঞ্চলিক কূটনৈতিক বিষয় নিয়ে সক্রিয়ভাবে কাজ করছেন।

এনসিপির দক্ষিণ এশিয়া বিষয়ক সেলের এই মুখপাত্রের পেশাগত অভিজ্ঞতার মধ্যে রয়েছে সাংবাদিকতা ও নীতি বিশ্লেষণ, পাশাপাশি আন্তর্জাতিক গণমাধ্যমে কাজ করার অভিজ্ঞতা।

তিনি বলেন, ‘ আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের প্রতিনিধিত্ব করা সবসময় গৌরবের। বিআরআইকে ধন্যবাদ তারা আমাকে এমন এক আয়োজনে আমন্ত্রণ জানিয়েছে যেটি ভূরাজনৈতিক ইস্যুতে তাৎপর্যপূর্ণ।’

সম্মেলনের দিন ১৬ ডিসেম্বর বিজয় দিবস ও দলীয় নির্বাচনি ব্যস্ততা থাকায় স্ব-শরীরে যুক্ত হতে না পারলেও অনলাইনে বক্তব্য রাখবেন বলে জানান তিনি।

উল্লেখ্য, গত ১০ ডিসেম্বর প্রথম ধাপে ১২৫ টি আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য নিজেদের প্রার্থী দেয় এনসিপি।

বঙ্গোপসাগরের দুই দ্বীপ উপজেলা মহেশখালী ও কুতুবদিয়া নিয়ে গঠিত কক্সবাজার-২ আসনে শাপলা কলি প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতার জন্য দলীয় মনোনয়ন পেয়েছেন এ এস এম সুজা উদ্দিন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page