
মহেশখালী অনলাইন প্রেসক্লাব ও কক্সবাজার উপকূলীয় সাংবাদিক ফোরামের যৌথ উদ্যোগে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেল ৪টায় মহেশখালীতে উপকূলীয় সাংবাদিক ফোরামের মিলনায়তনে অনুষ্ঠিত সভায় দিবসের তাৎপর্য তুলে ধরা হয়। সভার শুরুতে বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তান শহিদ মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানাতে এক মিনিট নিরবতা পালন করা হয়। এরপর কুরআনের হাফেজরা শহীদের আত্মার শান্তির জন্য দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।
আলোচনা সভার সভাপতিত্ব করেন মহেশখালী অনলাইন প্রেসক্লাবের সভাপতি ও উপকূলীয় সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক এ.এম. হোবাইব সজীব। সভা পরিচালনা করেন কক্সবাজার উপকূলীয় সাংবাদিক ফোরামের দপ্তর সম্পাদক রকিয়ত উল্লাহ।
সভায় প্রধান অতিথি ছিলেন মহেশখালী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এখলাছুর রহমান চৌধুরী। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন মহেশখালী উপজেলা যুবদলের আহ্বায়ক মোস্তফা কামাল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কক্সবাজার উপকূলীয় সাংবাদিক ফোরামের নির্বাহী সদস্য ফরিদুল আলম দেওয়ান, কালারমারছড়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি রিদোয়ানুল হক পুতুল, সাধারণ সম্পাদক নুরুল আবছার, কালারমারছড়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ক.ম আলমগীর, মহেশখালী লবণ চাষী ও ব্যবসায়ী সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক মৌলভী ফোরকান, ওয়ার্ড বিএনপির সভাপতি নাছির উদ্দীন, সাংগঠনিক ওয়ার্ড বিএনপির সভাপতি ভূট্টো কোম্পানী ও সাধারণ সম্পাদক ডাক্তার নাছির উদ্দীন, কালারমারছড়া ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক মিশকাত।
সভায় আরও উপস্থিত ছিলেন সাংবাদিক ফুয়াদ মোহাম্মদ সবুজ, মহেশখালী অনলাইন প্রেসক্লাবের সদস্য ইমরান নাজির, ইয়াছিন আরাফাত, আকতার মিয়া, আলফাজ মামুন নুরী, কপিল বিন আমির, শাহরিয়া বাবুসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।
সভায় বক্তারা মহান মুক্তিযুদ্ধের চেতনায় দেশ ও মানুষের কল্যাণে দায়িত্বশীল সাংবাদিকতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন এবং স্বাধীনতা যুদ্ধে শহীদ হওয়া বীর মুক্তিযোদ্ধাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেন।


