মহেশখালীতে নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগ নেতাসহ আটক ২
মহেশখালী উপজেলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মহেশখালী উপজেলা আহ্বায়ক জসিম উদ্দীন বিজয় এবং বড় মহেশখালী ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ফরিদুল আলমকে গ্রেফতার করেছে মহেশখালী থানা পুলিশ।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দিনভর চলমান বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট’–এর অংশ হিসেবে মহেশখালী উপজেলার পৃথক এলাকা থেকে তাদের আটক করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে একাধিক মামলা বিচারাধীন রয়েছে বলে জানা যায়।
এ বিষয়ে মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান জানান, অপরাধ দমনে চলমান অপারেশন ডেভিল হান্ট–এর অংশ হিসেবে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের উপজেলা আহ্বায়ক জসিম উদ্দীন বিজয় ও বড় মহেশখালী ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ফরিদুল আলমকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে তাদের আদালতে সোপর্দ করা হবে।”
ওসি আরও বলেন, অপরাধী ও সন্ত্রাসীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং কাউকে আইনের ঊর্ধ্বে থাকতে দেওয়া হবে না।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
More News Of This Category


