
ফারুক ইকবাল ◾ মহেশখালী
সমুদ্র নগরী কক্সবাজারের দ্বীপ উপজেলা মহেশখালীর বাসিন্দাদের নিয়ে গঠিত মহেশখালী সমিতি-ঢাকা’র বার্ষিক পারিবারিক মিলনমেলা ও পিকনিক–২০২৫ অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।
গত ১২ ডিসেম্বর ২০২৫, শুক্রবার, ঢাকার অদূরে গাজীপুরের কালীগঞ্জ উপজেলাস্থ নয়নাভিরাম সিসিইউএলভি (CCULV) রিসোর্টে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়। সমিতির উপদেষ্টা, কার্যকরী কমিটি ও সাধারণ সদস্যসহ মহেশখালীর প্রায় ৭ শতাধিক প্রবাসী ও পরিবার-পরিজনের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিলনমেলাটি এক প্রাণবন্ত উৎসবে পরিণত হয়।
দিনের শুরুতে শিশু, নারী ও পুরুষদের জন্য বিভিন্ন প্রতিযোগিতামূলক খেলাধুলার আয়োজন করা হয়। শিশুদের দৌড় প্রতিযোগিতা ও নারীদের ঐতিহ্যবাহী বালিশ খেলায় ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়। পুরুষদের জন্য ছিল ফুটবল দিয়ে গোল করা প্রতিযোগিতা। এছাড়া ঢাকায় অধ্যয়নরত মহেশখালীর শিক্ষার্থীদের সংগঠন ‘ডুসাম’ ও ‘উইংস’ দলের মধ্যে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়, যেখানে উইংস দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
পিকনিকের অন্যতম আকর্ষণ ছিল মধ্যাহ্নভোজ। ভোজে পরিবেশন করা হয় চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান। মেজবানের স্বাদে, পুরোনো দিনের স্মৃতিচারণা, হাসি-আড্ডায় অংশগ্রহণকারীরা যেন ফিরে যান প্রিয় মহেশখালীর মাটির কাছাকাছি।
এ প্রসঙ্গে সমিতির সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম বলেন, “কর্মব্যস্ত নগর জীবনে এ ধরনের মিলনমেলা আমাদের পারস্পরিক বন্ধনকে আরও দৃঢ় করে। মেজবানের মধ্য দিয়ে আমরা মহেশখালীর ঐতিহ্য ও উষ্ণতার স্বাদ ফিরে পেয়েছি।”
বিকেলে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভায় সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম। সমিতির সভাপতি মোহাম্মদ আলী স্বাগত বক্তব্য প্রদান করেন এবং ২০১২ সাল থেকে সমিতির কার্যক্রমের ওপর একটি ভিডিও ডকুমেন্টারি প্রজেক্টরের মাধ্যমে উপস্থাপন করেন।
সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য আলমগীর মোহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ, মন্ত্রিপরিষদের উপসচিব ও মহেশখালীর সন্তান সরওয়ার কামাল, সাবেক সাধারণ সম্পাদক এরফান উল্লাহ, সদস্য আরাফাত রহমান নোমান, সহ-সভাপতি ও সরকারের উপসচিব আবুল হাশেম, সাবেক সংসদ সদস্য হামিদুর রহমান আজাদ, উপদেষ্টা ডা. সিরাজুল হক, উপদেষ্টা ও বিশিষ্ট ব্যবসায়ী সরওয়ার কামাল, কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান, সাবেক সভাপতি আব্দু শুক্কুর সিআইপি, সাবেক উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদিন, এনসিপির এমপি পদপ্রার্থী সুজা উদ্দিন সুজা, আতা উল্লাহ খান, তরুণ অ্যাক্টিভিস্ট ইউসুফ মোন্নাসহ অনেকে।
এছাড়াও বক্তব্য দেন আরাফাত নোমান (সিনিয়র সহকারী উপসচিব), মেজর (অব.) লোকমান হাকিম, কৃষিবিদ আক্তার হামিদ ও অ্যাডভোকেট নুরুল ইসলাম।
সভা শেষে খেলাধুলায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এরপর মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে মহেশখালী সমিতি-ঢাকা’র পারিবারিক মিলনমেলা ও পিকনিক–২০২৫ এর সফল সমাপ্তি ঘোষণা করেন সভাপতি মোহাম্মদ আলী।
এ সময় মহেশখালীর সার্বিক উন্নয়ন ও চলমান সমস্যা চিহ্নিত করে ৭ দফা লিখিত দাবিপত্র উপস্থাপন করা হয়। দাবিগুলোর বাস্তবায়নে উপস্থিত পেশাজীবী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও ৩ জন এমপি প্রার্থী একমত পোষণ করেন এবং ভবিষ্যতে নির্বাচিত হলে এসব গণদাবি বাস্তবায়নের সর্বসম্মত অঙ্গীকার ব্যক্ত করেন।


